প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৮

চার সিটিতে ১৭৯ করদাতাকে সম্মাননা

চট্টগ্রামের ৩৯ জন সর্বোচ্চ এবং দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া গাজীপুরে ২১ জন, কর অঞ্চল খুলনার বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জন, রাজশাহী বিভাগের সেরা ৪২ জন করদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

চট্টগ্রাম ব্যুরো : অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে হলে করের পরিধি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম কর কমিশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রামের ৩৯ জন সর্বোচ্চ এবং দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল ১ এর কর কমিশনার ও মেলার সমন্বয়ক মো. মোজাহের হোসেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রওশন আরা আকতার, কাস্টম কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি মাহাবুবুল আলম, মহিলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর এম এ আকাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর কমিশনার হারুন উর রশিদ, নাছিম গণি, মো. ইকবাল হোসেন, লুৎফুল, মো. মাহবুবুর রহমান, সৈয়দ মো. আবু দাউদ প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন এলাকার সেরা করদাতা মো. মোবারক হোসেন এবং দীর্ঘ সময় ধরে দেয়া করদাতা আলা উদ্দিন চৌধুরীসহ ২১ সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিভাবে ওই সম্মাননা প্রদান করা হয়।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান। বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সিকদার, গাজীপুর মেট্রোপলিটন পুুলিশের উপপুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুর টেক্সসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান উল্যাহ অন্তু প্রমুখ।

খুলনা : কর অঞ্চল খুলনার আয়োজনে নগরীর একটি অভিজাত হোটেলে কর অঞ্চল খুলনার বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) কালিপদ হালদার, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপিল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুুর রহমান, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মো. মোস্তাবা আলী ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক। কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৩ সালে করদাতা ছিল ১২ লাখের মতো। বর্তমানে ট্যাক্স আইডেনন্টিফিকেশন নাম্বার (টিআইএন) ধারী করদাতার সংখ্যা ৩৭ লাখের বেশি। যা বিগত পাঁচ বছরে প্রায় তিনগুণ বেড়েছে।

রাজশাহী ব্যুরো : রাজশাহী বিভাগের সেরা ৪২ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন জানান, আজ থেকে কয়েক বছর আগেও মানুষ কর দেওয়ার ব্যাপারে অনাগ্রহী ছিল। কিন্তু সেটি এখন বাড়ছে। এটি আরো বাড়াতে হবে। কর দেওয়াতে ভয়ের কিছু নেই। এই ভয় কাটাতে হবে। কর প্রদানে সবাইকে আগ্রহী করে তুলতে হবে।

কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসীন খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close