reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

বিআরটিএ’র অভিযান : জরিমানা আদায়

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নগরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ১১৪টি মামলায় ১ লাখ ৫৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় ও ৭ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

কলাবাগান এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান ১২টি মামলায় ৩২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। ইকুরিয়া এলাকায়

ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ১০টি মামলায় ৪হাজার টাকা জরিমানা আদায় করেন। ৫ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ১০টি মামলায় ৮ হাজার টাকা, মিরপুরে

ম্যাজিস্ট্রেট মো. এম. এম. শামিরুল ইসলাম ১৪টি মামলায় ২৪ হাজার ৪শ টাকা, আশুলিয়া উত্তরা এলাকায় ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন ১৯টি মামলায় ২৮ হাজার ৫শ টাকা, ডেমরা এলাকায় ম্যাজিস্ট্রেট মো. মুহাম্মদ আব্দুর রহিম সুজন ১৭টি মামলায় ৩১ হাজার ৫ শ টাকা,

ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন ১৪টি মামলায় ১৪ হাজর ৭০০ টাকা, নবীনগর এলাকায় ম্যাজিস্ট্রেট এ. এফ. এম ফিরোজ মাহমুদ ৭টি মামলায় ৭ হাজার টাকা, চট্টগ্রামের কাস্টমমোড় এলাকায় ম্যাজিস্ট্রেট সোহেল রানা হক ১১টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরিবহণ সেক্টরে সৃঙ্খলা আনতে বিআরটিএর ম্যাজিস্টেটদের অভিযান অব্যাহত থাকবে বলে জাননো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close