reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

সিভাসুর উপাচার্য হলেন প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এ বছর ৯ ডিসেম্বর থেকে তিনি দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন। সিভাসু’র এনিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ১৯৬৩ সালে চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে বিএসসি ইন এনিম্যাল হাজবেন্ড্রি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close