reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৮

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের সূচনালগ্ন থেকে সগৌরবে ও স্ব-মহিমায় দেশের উন্নতসমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক মানবসম্পদ উৎপাদনের মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। গতকাল সোমবার চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে প্রাক পর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। উপাচার্য ভাষণের শুরুতে মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘৭৫-এর ১৫ আগস্ট হায়েনাদের হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্য শহীদ এবং মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি চবির প্রথম উপাচার্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর ড. এ আর মল্লিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাচার্য প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আর আই চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রফেসর ড. আর আই চৌধুরীর সংগৃহীত অতি দুর্লভ-মূল্যবান প্রায় দেড় হাজার পুস্তকসামগ্রী ও গবেষণাকর্ম উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close