নিজস্ব প্রতিবেদক

  ০৫ নভেম্বর, ২০১৮

ঢাকা চিড়িয়াখানার টিকিটের দাম বাড়ল

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার টিকিটের দাম ২০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এছাড়া এই চিড়িয়াখানার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এর ভেতরে থাকা দুটি পিকনিক স্পটও বন্ধ করে দিয়েছে জাতীয় চিড়িয়াখানার উপদেষ্টা কমিটি। রোববার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘সভায় চিড়িয়াখানায় প্রবেশের ফি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। চিড়িয়াখানার সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে চিড়িয়াখানায় ভাড়ায় পিকনিক করার সুযোগ বাতিল করে পিকনিক স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।’ ‘উৎসব দ্বীপ’ ও ‘নিঝুম দ্বীপ’ নামে জাতীয় চিড়িয়াখানার দুটি পিকনিক স্পটে যথাক্রমে ১০ ও ৬ হাজার টাকা দিয়ে এতদিন যে কেউ সারা দিনের জন্য বনভোজন করার অনুমতি পেতেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় চিড়িয়াখানার বাইরে গাড়ি পার্কিংয়ের ফি বাড়ানোর সিদ্ধান্তসহ রিকশা, ভ্যান, বাইসাইকেলের প্রচলিত পার্কিং পদ্ধতি বাতিল করে ১১৫টি কার ও ১০টি মিনিবাসের জন্য একটি বর্ধিত বহিঃপার্কিং নির্মাণের সিদ্ধান্ত হয়। চিড়িয়াখানার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ায় সেখানকার লেকে টিকেট কেটে বড়শিতে মাছ মারা বন্ধ অথবা তা সীমিত করতেও পরামর্শ দিয়েছে উপদেষ্টা কমিটি।

জাতীয় চিড়িয়াখানার ভবিষ্যৎ পরিকল্পনা, সার্বিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বছরে দুইবার সভায় বসে সিদ্ধান্ত নেয় ৩২ সদস্যের উপদেষ্টা কমিটি। ২০১৪ সালে গঠিত উপদেষ্টা কমিটি গত ২৪ অক্টোবর জনপ্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি ছাড়াও প্রাণিবিশেষজ্ঞ ও স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির এটিই প্রথম সভা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close