নিজস্ব প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০১৮

সংলাপ নিয়ে একটি মহল অপরাজনীতি করছে : নানক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও সংলাপ আয়োজন নিয়ে একটি মহল অপরাজনীতির করার স্বপ্ন দেখছে। তিনি বলেন, তারা সংসদীয় গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংলাপ আয়োজনের মাধ্যমে বিজ্ঞ, দূরদর্শী, মেধাবী ও বিশ্বনন্দিত নেতায় পরিণত হয়েছেন। তিনি সংলাপে স্বচ্ছ, অবাধ, লেভেল প্লেয়িং ফিল্ড ও সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে উদারতা দেখিয়েছেন। গতকাল শুক্রবার জাপান গার্ডেন সিটি এলাকায় মোহাম্মদপুর ও আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নির্বাচনী প্রচারাভিযান পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, বিগত দশ বছরে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এলাকার (ঢাকা-১৩) আর্থসামাজিক, নাগরিকবান্ধব ও জনপ্রত্যাশামূলক যেসব কর্মযজ্ঞ বাস্তবায়ন হয়েছে তা বিগত চার দশকেও হয়নি। এজন্য তিনি এলাকাবাসীকে চলমান উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির ধারাকে অব্যাহত রাখতে ঢাকা-১৩ সংসদীয় এলাকাবাসীকে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর জন্য নৌকা মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close