নিজস্ব প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০১৮

বিএনপি আর ভুল করবে না : নাসিমের আশাবাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘বিএনপি গত নির্বাচনে আসেনি। এবার আর ভুল করবে না। আমি অনুরোধ করব নির্বাচনে আসেন। দীর্ঘ ৪ ঘণ্টার আলোচনা সংলাপের পর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে, এবারের নির্বাচনে তারা আসবে।’ গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশ্বস্ত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন, ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোনো কারণ নেই।

নির্বাচনে কোনো কারচুপি হবে না। জনগণকে রায় দেওয়ার সুযোগ দেন, জনগণ যাকে রায় দেবে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

সংলাপের পরিবেশ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যে কয়েকজন এসেছেন, খোলা মনে বলেন, যা ইচ্ছা তাই বলবেন। একবারে খোলাখুলি হৃদয়ে বলবেন। সবাই আলোচনা করেছেন। কেউ যদি আরো বলতে চান আরো বলেন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সন্ধানী কেন্দ্রীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক ও মহাসচিব ডা. মো. জয়নাল আবেদিন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিক উল মুকিত ও সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আল মুঈদ প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close