reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০১৮

ইস্ট ওয়েস্টে লিটারেসি সপ্তাহ উদযাপিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘গ্লোবাল মিডিয়া স্টাডিজ অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বে এ সপ্তাহ পালন করা হয়। এ বছর ২৪-৩১ অক্টোবর ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেট সিটিস : ভয়েসেস, পাওয়ারস অ্যান্ড চেঞ্জ মেকারস’। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি বেট্রিচ কালডন। প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেসির, ক্রিস্টি ক্রেফোর্ড। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close