নিজস্ব প্রতিবেদক

  ৩১ অক্টোবর, ২০১৮

দুর্যোগসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হবে ঢাকায়

দুর্যোগসংক্রান্ত আন্তর্জাতিক পরামর্শক গ্রুপের (আরসিজি) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় হবে। ২০১৯ সালের জানুয়ারির শেষ সপ্তাহে চেয়ার কান্ট্রি হিসেবে ঢাকায় এই সম্মেলনের আয়োজন করা হবে। গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোলমডেল। তবে সময়ের সঙ্গে দুর্যোগের ধরন ও মাত্রা পরিবর্তন হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক দেশের অভিজ্ঞতা বিনিময় করে ক্ষয়ক্ষতি আরো কমিয়ে আনতে হবে। এজন্য বিভিন্ন দেশকে পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close