reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান

‘মা ইলিশ রক্ষা অভিযান-২০১৮’ পরিচালনায় কোস্টগার্ড বাহিনী তৎপর ভূমিকা পালন করেছে। গত ৭-২৮ অক্টোবর পর্যন্ত কোস্টগার্ড বাহিনী একক ও যৌথভাবে সর্বমোট ২ হাজার ২৫টি অভিযানে মোট ৬১ লাখ মিটার কারেন্ট জাল, ২১ লাখ ৯০ হাজার ১৫০ মিটার সুতার জাল, ২৬৫ পিস বেহুন্দি জালসহ ২০০টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ১৬ হাজার ৬৯৫ কেজি ইলিশ জব্দ করে। এর আনুমানিক মূল্য ৪১ কোটি ১৭ লাখ ৯১ হাজার টাকা। এ সময় অবৈধভাবে নদীতে মাছ ধরার অপরাধে ৭২৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মাত্রায় সাজা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close