reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

চীনের প্রতিনিধিদলের বিএসএমআরএমইউ বিশ্ববিদ্যালয় সফর

চীন হতে আসা ৬ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসএমআরএমইউ)-এর রাজধানীর পল্লবীস্থ ক্যাম্পাস সফর করেন। গণচীনের চায়না ওশানিক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওডিএফ) ও ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টার (এনওটিসি)-এর প্রতিনিধিদল মেরিন স্প্যাশিয়াল প্ল্যানিং-সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার জন্য এই সফর।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা হয়। সেখানে সিওডিএফ ও এনওটিসি-এর প্রতিনিধিদল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন এবং ভিজিটর বুকে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close