জাবি প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০১৮

সাংবাদিক ও ছাত্রী লাঞ্ছনার বিচার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিক ও এক ছাত্রীর ওপর হামলার ঘটনায় ‘বিচারের নামে প্রহসনের প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ হয়।

অবরোধের কারণে ওই সময় দুই প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরে বিকেল ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলনকারীদেরকে অবরোধ প্রত্যাহার করে সিনেট হলে আলোচনার জন্য ডাকেন। সিনেট হলে আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সাংবাদিকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে উপাচার্য পূর্ণাঙ্গ তদন্ত কমিটি করে বিচারের আশ্বাস দেন। উপাচার্যের আশ্বাসে আন্দোলনকারীরা ৩১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকের ফটোগ্রাফার ও বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধর এবং এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ ওঠে। সেদিনই ছিনতাই, মারধর ও লাঞ্ছনার বিচার চেয়ে ওই দুই সাংবাদিক ও ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close