reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০১৮

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। গত বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ২০১৯ সালের এশিয়ার ৫০০ সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৬ষ্ঠ এবং এশিয়ার মধ্যে ৪৫৪ তম । বাংলাদেশে থেকে মাত্র দুটি পাবলিক এবং ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। এর আগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (১২৭) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (১৭৫) সহ আরো ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর প্রাতিষ্ঠানিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারীদের সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার ওপর এই মানদ- নির্ধারণ করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close