নিজস্ব প্রতিবেদক

  ২৫ অক্টোবর, ২০১৮

গুলশানের সিলভার টাওয়ারে অগ্নিকান্ড

রাজধানীর গুলশানে ২০ তলা বাণিজ্যিক ভবন সিলভার টাওয়ারে অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বুধবার বেলা ২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার মাথায় আগুন নিভিয়ে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কার্যক্রম শেষ করার ঘোষণা দেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, ২০ তলা ভবনের নবম তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, বহুতল ভবনটিতে ধোঁয়া দেখা যাওয়ার পর বিভিন্ন ফ্লোর থেকে লোকজন নেমে আসতে শুরু করে। রাস্তায়ও ভিড় জমে যায়। গুলশান-১ নম্বর সেকশনের ৫২ নম্বর হোল্ডিংয়ে এই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close