নিজস্ব প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০১৮

২০ হাজার ইয়াবাসহ সোহাগ পরিবহনের চালক আটক

রাজধানীর মালিবাগ থেকে সোহাগ পরিবহনের চালককে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-২। আটক চালকের নাম আনিছুল হক ওরফে দুলাল (৪৮)। গতকাল শনিবার সকালে মালিবাগ রেলগেটের সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হাসপাতালের পাশে নবাবী খানাপিনা রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-২-এর এএসপি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আনিছুল হককে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ হাজার ৭২০ পিস ইয়াবা, নগদ আট হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আনিছুল র‌্যাবকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি সোহাগ স্কেনিয়া গাড়ির চালক হিসেবে কক্সবাজার টু ঢাকা রোডে যাতায়াত করেন। অভিজাত গাড়ির চালক হিসেবে লোকচক্ষুর অন্তরালে খুব সহজেই ইয়াবা পাচার করে আসছিলেন। জব্দ করা ইয়াবার চালানটি সরবরাহের জন্য তাকে ৮০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। অতি লাভ ও দ্রুত ধনী হওয়ার নেশায় নিজেকে মাদক কারবারে জড়িয়েছেন। যুবসমাজে ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তিনি কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্যনতুন কৌশল ব্যবহার করে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close