reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ‘দোয়া ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশজীবীদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃেত্ব বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ পেশাজীবী লীগ আয়োজিত তোপখানা রোডের বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শে লালিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে চলছেন। তাঁর সুদৃঢ় ও সফল নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা ঐক্যবধ্য হয়ে কাজ করবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল কাদের মজনু। বিশেষ অতিথি ছিলেন তাঁতী লীগের সাবেক আহবায়ক মো. এনাজুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেবী বড়–য়া। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অগ্নিবার্তা সম্পাদক গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ। বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড.সরকার মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. শাহজালাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ রাশেদুল হাসান, কেন্দ্রীয়, জাতীয় ও ঢাকা মহানগর নেতারা। বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close