নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

ট্রাফিক আইন অমান্য

জরিমানা অর্ধকোটি টাকা সাড়ে ৪ হাজার মামলা

ট্রাফিক আইন অমান্যের অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ট্রাফিক আইন না মানায় ৪৭ লাখ ৯৮ হাজার ২৬৭ টাকা জরিমানা করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। গত বুধবার সাকাল থেকে ওইদিন রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় ও মামলা করা হয়।

ট্রাফিক বিভাগ জানায়, জরিমানা ছাড়াও ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৪ হাজার ৫৯৮টি মামলা করা হয়েছে। আর ২০টি গাড়ি ডাম্পিং ও ৯৩৮টি গাড়ি রেকার করা হয়। এ ছাড়া উল্টোপথে গাড়ি চালানোর জন্য ৪২৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর হাইড্রোলিক হর্ন ব্যবহারের জন্য ৯৯টি, হুইটার ও বিকন লাইট ব্যবহার করার অভিযোগে ১০টি ও মাইক্রোবাসে কালো কাচ লাগানোর অপরাধে ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ট্রাফিক সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৩৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close