নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

রাজশাহীতে মতবিনিময়

‘লক্ষ রাখতে হবে সন্তান যেন বিপথে না যায়’

‘সামাজিক মূল্যবোধ সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা দরকার। অনলাইন আইডি খুলতে জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে স্কুল কলেজের শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ থাকতে হবে। এসব ক্ষেত্রে সরকারকে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, পরিবারকেও সচেতন হতে হবে, বাবা-মাকে লক্ষ্য রাখতে হবে যেন সন্তানরা বিপদগামী না হয়।’ রাজশাহীতে ‘ইন্টারনেটের অপব্যবহার এবং শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে আচরণ বিধি’ বিষয়ক মতবিনিময় সভায় এসব সুপারিশ উঠে এসেছে।

গত বুধবার এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এ মতবিনিময় সভার আয়োজন করে। এসিডি কনফারেন্স রুমের ওই সভায় রাজশাহীর সংবাদ মাধ্যম, শিক্ষক, শিক্ষার্থী, অনলাইন ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম পায়েল সভাপতিত্বে মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সংস্থার কর্মসূচী ব্যবস্থাপক মো. আলী হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close