ঢাবি প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৮

অজয় রায় সমাজ প্রগতির জন্য কাছ করে গেছেন

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, অজয় রায় তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের মানুষের সেবা করেছেন। আদর্শে তিনি ছিলেন অটল, তিনি আজীবন প্রগতির পক্ষে কাজ করেছেন। অসাম্প্রদায়িক ও ন্যায়পরায়ণ সমাজের জন্য যারা কাজ করতেন তাদের সঙ্গে নিজেকে যুক্ত করতে বাধা অনুভব করেননি তিনি। হৃদয়ের প্রসারতা ও চিন্তার সম্পূর্ণতা তাঁর মধ্যে খুবই লক্ষণীয়।

গতকাল বুধবার রাজধানীর শাহবাগের বাংলাদেশ টেনিস ফেডারেশন চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা খুব বেশি জ্ঞানচর্চা করেন না। অজয় রায় জ্ঞানচর্চা করেছিলেন এবং তাঁর গবেষণার ফল সবাইকে উপহার দিয়েছিলেন- যা থেকে আমরা সমৃদ্ধ হয়েছি, উপকৃত হয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close