reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০১৮

কোস্টগার্ড কর্তৃক ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার আনুমানিক রাত পৌনে ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনে সিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে টেকনাফ থানার অন্তর্গত টেকনাফ বন্দরের সাইরনখাল এলাকায় সন্দেহভাজন একটি ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়।

পরে ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা-পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close