গাজীপুর প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৮

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের গার্মেন্টে বিক্ষোভ

বকেয়া পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কাজ বন্ধ রেখে কারখানায় বিক্ষোভ করছেন গাজীপুরের ইন্ট্রামেক্স গার্মেন্টের শ্রমিকরা। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন জানান, গাজীপুর নগরীর লক্ষ্মীপুরা এলাকার ওই কারখানার কর্মীরা গতকাল সোমবার সকাল থেকে বিক্ষোভ করেন। বকেয়া পরিশোধের বিষয়টি সুরাহার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

আন্দোলনরত শ্রমিক শহিদুল ইসলাম বলেন, কারখানায় স্থায়ী স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও পাওনা পরিশোধ করেনি। বেতনের আশ্বাসে সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দিলেও টাকা না পেয়ে দুপুরে তারা বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত চলে তাদের ধর্মঘট কর্মসূচি।

কারখানার জিএম (অপারেশন) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিক ও স্টাফ মিলিয়ে কর্মী সংখ্যা ছয় হাজারের মতো। প্রতি মাসে তাদের বেতনের জন্য সোয়া ৬ কোটি টাকা প্রয়োজন। কিন্তু অর্থ সংকটের কারণে আমরা কথামতো দিতে পারছি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close