সিলেট ব্যুরো

  ১৫ অক্টোবর, ২০১৮

অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

নগরীর ধোপাদিঘিরপাড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল রোববার দুপুরে নগরের দিঘি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সিসিক কর্তৃপক্ষের দাবি, এরা সবাই অবৈধভাবে দিঘি দখল করে স্থাপনা নির্মাণ করেছিল।

সিটি করপোরেশন জানায়, নগরীর ধোপাদিঘির পূর্বপাড় দীর্ঘদিন থেকে বিভিন্ন ভূমিখেকো চক্রের দ্বারা দখল হয়ে আছে। এ ছাড়া ওই দিঘির বিশাল অংশও ভোগদখল করে ছোট-বড় বিল্ডিং ও দোকানপাট তৈরি করেছে। কয়েক মাস আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে দখল ছেড়ে দিতে তাদের নোটিস দেওয়া হয়। নোটিস পাওয়ার দীর্ঘদিন পরও দখলদাররা জায়গা ছাড়েনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close