reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৮

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

‘থাকলে কন্যাশিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার মহিলাবিষয়ক অধিদফতরের (সদর কার্যালয়) কর্মকর্তা ও কর্মচারীদের কন্যাসন্তানরা যারা ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, তাদের সম্মামনা প্রদান এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু। সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক মো. আতাউর রহমান, অতিরিক্ত পরিচালক উপ-সচিব শাহনওয়াজ দিলরুবা খান, উপপরিচালক, সব কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে জিপিএ-৫-প্রাপ্ত এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সৌজন্য উপহার হিসেবে প্রাইজবন্ড দেওয়া হয়। এ ছাড়া গত মঙ্গলবার এক বর্ণঢ্য র‌্যালি শিশু একাডেমি চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close