ঢাবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। এতে ১৯.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় চারুকলা অনুষদর ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্টার মো. এনামউজ্জামান সহ চারুকলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মোট ১৩ হাজার ৬৮১জন ছাত্র-ছাত্রী চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ কর। এর মধ্যে ১ হাজার ৫শ’ ৬৬জন অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত হয়। নির্বাচিতদর মধ্যে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৩৮৩জন। এর মধ্যে ২৬৯জন উত্তীর্ণ হয়েছে । চ-ইউনিট মোট আসন রয়েছে ১৩৫টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়বসাইট জানা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close