চট্টগ্রাম ব্যুরো

  ০৯ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তি

চবি শিক্ষক মাইদুল ইসলাম রিমান্ডে

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মাইদুল ইসলামকে তিনদিনের রিমান্ডে নিতে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়–য়া বলেন, শিক্ষক মাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চবি’র সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন আয়াজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close