reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

কোস্টগার্ডের মেডিকেল ট্রেনিং অনুষ্ঠিত

চট্টগ্রামে কোস্টগার্ডের পূর্ব জোন ইমারজেন্সি লাইফ সেভিংয়ের ওপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ‘ফার্স্ট এইড সেন্টার অব সুইডেন-বাংলাদেশ’ ওই প্রশিক্ষণ দেয়। এতে কোস্টগার্ডের মেডিকেল শাখার ২০ জন সদস্য অংশ নেন এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক, এপিলেপসি ও অ্যালার্জি ইত্যাদি বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

উল্লেখ্য, ‘ফার্স্ট এইড সেন্টার অব সুইডেন-বাংলাদেশ’ সুইডেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখা। প্রতিষ্ঠানটি সুনাম ও সফলতার সঙ্গে দীর্ঘ ৩০ বছর ধরে ‘ঈচজ ্ ঋওজঝঞ অওউ’ ট্রেনিং এবং উচ্চতর জীবন রক্ষাকারী ফার্স্ট এইড ইকুইপমেন্ট সারা বিশ্বে সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির মাস্টার ট্রেইনার ড. মো. ওয়াকার-উল-ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রশিক্ষণ টিম দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close