চট্টগ্রাম ব্যুরো

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

‘উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার’

দেশের উন্নয়ন, অগ্রগতি অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল সোমবার দুপুরে সিআরবি শিরীষ তলায় ‘ইয়ং বাংলা’র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কর্তৃক আয়োজিত ‘লেটস টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের কয়েকটি সূচকে বাংলাদেশ আজ ওপরের সারিতে অবস্থান করছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ আজ যে জায়গায় উন্নীত হয়েছে, তা বলে শেষ করা যাবে না। বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে হবে। উন্নয়ন, অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আলোচনায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, সমাজসেবা অধিদফতর উপপরিচালক ফরিদুল ইসলাম, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অধ্যাপক জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close