reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সাউথইস্টে উচ্চশিক্ষার মান উন্নয়নবিষয়ক জাতীয় সম্মেলন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) উচ্চশিক্ষার মান উন্নয়নবিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রোডিটেশন কাউন্সিলের সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী।

তিনটি বিজনেজ অধিবেশনের মধ্যে প্রথম সেশনে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবীর। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close