চট্টগ্রাম ব্যুরো

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

অসহ্য গরমে অস্বস্তি নেমেছিল চট্টগ্রাম নগরে। বৃষ্টির জন্য নগরবাসী তাই অপেক্ষায় বসেছিল। আবহাওয়া অফিসও বৃষ্টি আসার সম্ভাবনা দিতে পারছিল না। দিলেও, তাদের সময়ের দিনক্ষণ অনুযায়ী বৃষ্টি ধরা দিচ্ছিল না। অবশেষে গতকাল রোববার বেলা ১১টায় কাটল সেই খরা। ঝরলো বৃষ্টি। আর এতেই জনমনে নেমে এলো স্বস্তি।

মাত্র আধ-ঘণ্টা বৃষ্টি হয়েছে নগরে। তা-ও গুঁড়ি গুঁড়ি। মাটিও ভালো করে ভিজলো না, অমনি বৃষ্টি উধাও। তবু তো বৃষ্টি! তার মধ্যেই যেন গরমের রুদ্ররোষ প্রশমিত হওয়ার আশ্বাস পেলেন নগরবাসী।

চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তামান্না বিনতে হাবিব। দু’জন বান্ধবী নিয়ে এক ছাতার নিচে ক্যাম্পাসে আসছিলেন। তিনি বলেন, কয়েকদিনের গরমে জীবন অসহ্য হয়ে উঠেছিল। বাসায় রাতে ভালো করে ঘুমাতেও পারছিলাম না। অবশেষে বৃষ্টি ঝরলো, তাই ইচ্ছে করে ছাতা থেকে বের হয়ে ভিজেছি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, ১ মিলিমিটারেরও কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close