নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

পুরনো কারগারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার একজন কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে এ ঘটনা ঘটে। লালবাগ জোনের পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে তারা নিহতের নাম বিজয় বলে জানতে পেরেছেন। আর আহত কনস্টেবল সরোয়ার পুলিশের বিশেষ শাখার মেডিকেল জোনের একজন সদস্য।

পুলিশ কর্মকর্তারা জানান, খালেদা জিয়ার মামলার শুনানি চলায় সকাল থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল। কনস্টেবল সরোয়ারের দায়িত্ব ছিল অনুসন্ধান ভবনের তৃতীয় তলার ছাদে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দুপুরে আদালতে শুনানির বিরতিতে দেখা যায় তৃতীয় তলার ছাদে এক যুবকের বাম হাত বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, সরোয়ারের সঙ্গে দেখা করতেই বিজয় হয়তো ওই ভবনের ছাদে উঠেছিলেন এবং কোনোভাবে তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close