চট্টগ্রাম ব্যুরো

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন সিলেবাস জরুরি’

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিন্ন সিলেবাস কারিকুলাম প্রণয়ন করা জরুরি বলে মত দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছুল আলম মন্ডল। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুই দিনব্যাপী ‘৪র্থ জাতীয় ডিভিএম ইন্টার্ন গবেষণা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হিরেশ রঞ্জন ভৌমিক, সিভাসুর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম, যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির শিক্ষক ড. গ্রেগোরি এম উলফুস। স্বাগত বক্তব্য রাখেন সিভাসুর বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close