রাজশাহী ব্যুরো

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

‘শিক্ষার্থীদের কোনো ধরনের অপরাধে জড়ানো যাবে না’

শিক্ষার্থীদের কোনো অপরাধের সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ‘ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এর আয়োজন করে আরএমপি।

পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীদের কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়ানো যাবে না। একজন মানুষ যদি কোনো মামলায় পড়ে যায় তবে সে কোনো সরকারি চাকরি পায় না বিদেশেও যেতে পারে না। এসবের জন্য পুলিশের ক্লিয়ারেন্স লাগে। তাই অপরাধী হওয়া যাবে না। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপির উপকমিশনার (বোয়ালিয়া) আমির জাফর। আরে উপস্থিত ছিলেন উপকমিশনার পিওএম সাইফুল ইসলাম ও নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close