reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

আন্তর্জাতিক ওজন দিবস উদযাপন

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ বছর বিশ্ব ওজন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘বিশ্বকে শীতল রাখতে, মেনে চলি মন্ট্রিল প্রটোকল’। বিশ্ব ওজোন দিবস ২০১৮ উপলক্ষে গতকাল রোববার বিকাল ৩টায় বন ভবনের ‘হৈমন্তী মিলনায়তনে’ একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী। এছাড়া, অনুষ্ঠানে শিশু কিশাের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা জানান, এখন পর্যন্ত প্রায় ৯৩% ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার হ্রাস করা হয়েছে এবং প্রটোকলের বিধি বিধান পালনের ক্ষেত্রে বাংলাদেশের সম্মতি রয়েছে। তাছাড়া ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প নির্ধাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী বিকল্প গ্রহণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close