reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

বিএসএমআরএম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার

দেশের মেরিটাইম স¤পদকে কাজে লাগাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। রাজধানীর পল্লবীর ক্যা¤পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ক্যা¤পাস সম্প্রসারণ, নবনির্মিত ইউনিভার্সিটি লাইব্রেরি, আর্কাইভ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বিভিন্ন মেরিটাইমবিষয়ক শর্ট কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং, মেরিন ইন্স্যুরেন্স অ্যান্ড ক্লেইম শর্ট কোর্স সমূহের সার্টিফিকেট বিরতণ অনুষ্ঠানে যোগদান করেন। উল্লিখিত ৩টি কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম সংস্থাগুলো থেকে সর্বমোট ৫২ জন প্রশিক্ষণার্থী সাফল্যের সঙ্গে কোর্স স¤পন্ন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close