reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জরিমানা আদায় ও ১০ জনকে কারাদণ্ড

রাজধানীর তেজগাঁও ও ফার্মগেট এলাকায় গতকাল শনিবার ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। প্রতিষ্ঠানটির মহাপরিচালক সরদার আবুল কালাম ও পরিচালকের (সিএম) উপস্থিতিতে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনবিহীন এবং নোংরা পরিবেশে ওয়াসার পানি সরাসরি জারে ভর্তি করে ফিল্টার পানি হিসেবে বাজারজাত করায় তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমপট্টিতে নামবিহীন ৩টি প্রতিষ্ঠানের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং কারখানা তিনটি সিলগালা করা হয়। একই অভিযানে অনুমোদন ব্যতীত ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় ফেইথ ড্রিংকিং ওয়াটার এবং ভি ওয়াটার এন্টারপ্রাইজকে যথাক্রমে ৪ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close