রাজশাহী ব্যুরো

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ব্যভিচারের মামলা

রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

পরস্ত্রীর সঙ্গে ব্যভিচারী কার্যকলাপের অভিযোগে আদালতের নির্দেশে আটক হয়েছেন ব্যাংক কর্মকর্তা ফকরুল ইসলাম। তিনি জনতা ব্যাংক রাজশাহীর প্রিন্সিপাল শাখায় অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসাবে কর্মরত। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর দাশপুকুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে রাজপাড়া থানা পুলিশ। এর আগে গত ২৮ আগস্ট তার বিরুদ্ধে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন দাশপুকুর এলাকার মামুন অর রশিদ।

এ তথ্য নিশ্চিত করে রাজপাড়া থানার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গ্রেফতারী আদেশের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়। এরপর গতকাল শুক্রবার সকালে ফকরুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজে বাইরে থাকার সুবাদে বাদী মামুন অর রশিদের স্ত্রীর সঙ্গে অবৈধ মেলা-মেশায় জড়িয়ে পড়েন আসামি ফকরুল ইসলাম। সম্মানের ভয়ে বিষয়টি প্রকাশ না করে মৌখিকভাবে তার স্ত্রীর সঙ্গে মেলা-মেশা করতে নিষেধ করেন বাদী। সে কথা উপেক্ষা করে ব্যাংক কর্মকর্তা ফকরুল ইসলাম মামুনের স্ত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করায় রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মামুন অর রশিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close