রাজশাহী ব্যুরো

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

‘রাজশাহী হবে প্রাণবন্ত শহর’

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামীতে রাজশাহী হবে প্রাণবন্ত শহর, খেলাধূলার শহর, সংস্কৃতি চর্চার শহর। তিনি বলেন, বিগত সময়ে আমি মেয়র থাকাকালে খেলাধূলার ও সংস্কৃতি চর্চার উপর জোর দিয়েছিলাম। খেলার স্টেডিয়াম ও মাঠ সংষ্কার করে উন্নত করেছিলাম। কিন্ত গত ৫ বছরে সব ম্লান হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার জেলা মুক্তিয্দ্ধু স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭) সিটি করপোরেশন পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, বাংলাদেশে ফুটবলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ছেলে ও মেয়েরা উভয়ই ফুটবল খেলায় এগিয়ে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close