নিজস্ব প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

পরিবহণে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

পরিবহণে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমান আদালত কর্তৃক ফার্মগেট, মহাখালী, কেরানীগঞ্জ, সাভার হাইওয়ে, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, রায়েরবাগ, প্রধান বিচারপতির বাস ভবন এলাকায়, বিআরটিএ মিরপুর, বিআরটিএ উত্তরা ও চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬০ টি মামলায় ৫ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২৬টি মোটরযানের কাগজপত্র জব্দ এবং ০৯টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএ’ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ওই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান এর নেতৃত্বে ৮টি মামলায় ১৫ হাজার টাকা, যাত্রাবাড়ী, সাইনবোর্ড ও রায়েরবাগ এলাকায় ২৪টি মামলায় ৮০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এর নেতৃত্বে ১০টি মামলায় ৪৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করে আদালত। ভ্রাম্যমান আদালত সাভার হাইওয়ে এলাকায় ৩৭টি মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ০১ টি মোটরযান এর কাগজপত্র জব্দ করে। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় ২২টি মামলায় ৩৭ হাজার ৪০০ টাকা, ফার্মগেট এলাকায় ৬৭টি মামলায় ১৬ হাজার ২৫০ টাকা, মহাখালী এলাকায় ১৬টি মামলায় ১৩ হাজার ৫৫০ টাকা, কেরানীগঞ্জ এলাকায় ২০টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close