গাজীপুর প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ইউজিসি স্বর্ণপদক লাভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বাংলা একাডেমি থেকে ২০১৬ সালে প্রকাশিত ‘মূলধারার রাজনীতি : বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল ১৯৪৯-২০১৬’ শিরোনামে তাঁর মৌলিক গবেষণা গ্রস্থের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক লাভ করেন।

গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদের কাছ থেকে তিনি এ স্বর্ণপদক গ্রহণ করেন। ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, শিক্ষা সচিব মো: সোহরাব হোসাইন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োজিত ড. হারুন-অর-রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও কৃতী গবেষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close