নিজস্ব প্রতিবেদক

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর উত্তরায় বিভিন্ন প্লটের পার্কিয়ের স্থলে অবৈধ বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার উত্তরার ১ নং সেক্টরে ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

অভিযানে ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে ১ নং সেক্টরের ৮ টি প্লটের কার-পার্কিং ও বেজমেন্টের জায়গা থেকে ২ টি রেস্টুরেন্ট, ৭ টি দোকান, ২ টি গোডাউন, ২ টি অভ্যর্থণা কক্ষ ও একটি অফিস অপসারণ করে পার্কিং ও বেজমেন্টের জায়গা খালি করে দেওয়া হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকে জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, সহকারী অথরাইজড অফিসার মোঃ খায়রুজ্জামান ও আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close