রাবি প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

রাবি ক্যাম্পাসে শোকসভা

আক্তার জাহান জলির মৃত্যুর তদন্ত দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহানের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় আক্তার জাহান জলির দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় এ দাবি জানান তারা।

শোকসভায় বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক খাদেমুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বকুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আক্তার জাহানের স্বাভাবিক মৃত্যু হয়নি। কেননা যে মানুষটি পরের দিন বাড়িতে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছে রাতের মধ্যে কী এমন ঘটল, যে তাকে আত্মহত্যা করতে হয়। তার মৃত্যুর পর আমরা তার বাসায় গিয়ে যে অবস্থা দেখতে পেয়েছিলাম তাতে এটাকে আত্মহত্যা বলে মানা যায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close