নিজস্ব প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

‘গঠনমূলক সমালোচনা শুনতে আপত্তি নেই’

সমালোচনা শুনতে আপত্তি নেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। তবে তা যেন ‘গঠনমূলক’ হয়, সেটাই সাংবাদিকদের জানান তিনি। গতকাল রোববার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের এক অনুষ্ঠানে নাহিদ বলেছেন, সমালোচনা গঠনমূলক হলে ভুল শুধরে নেওয়া যায়।

ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজকে সাধারণ সম্পাদক করে গত ১১ জুলাই ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নিয়ে ইবার’র ১৭ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের শিক্ষা পরিবারের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সবাই মিলেই কাজ করি। বিরুদ্ধে যায় এমন সংবাদ ছাপালে অসন্তুষ্ট বা অখুশি হই না বরং বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ তৈরি হয়। গঠনমূলক সমালোচনা হলে ভুলটাকে সংশোধন করা যায়। ভুল-ত্রুটি আপনারা সামনে নিয়ে আসবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close