চট্টগ্রাম ব্যুরো

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

শাহ আমানতে ছয় কেজি স্বর্ণসহ ২ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ মাসকট ও দুবাই থেকে আসা দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং মাসকাট থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইটে করে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল। মাসকট থেকে আসা ফ্লাইটি বিমানবন্দরে অবতরণের পর গিয়াস উদ্দিন নামের এক যাত্রীকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণবার উদ্ধার করি। যার ওজন ৫ কেজি ২৫০ গ্রাম। আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা রবিউল নামে আরেক যাত্রীকে সন্দেহ হলে তার ব্যাগ স্ক্যানিং করা হয়। এ সময় ব্যাগে ছোট একটি বাক্সে ৪ প্যাকেটে ৩২টি ব্রা পাওয়া যায়। প্রতি ব্রায় দুটি করে ধাতব বোতাম ছিল। যেগুলো স্বর্ণের তৈরি হলেও ওপরে সিলভার কালারের প্রলেপ দেওয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close