reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

হারুন-উর-রশীদ ফের সিআইপি নির্বাচিত

দেশের সফল শিল্পোদ্যোক্তা ও এশিয়ান টিভি তথা এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ ১৭তমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে দেশের রফতানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো তাকে এ স্বীকৃতি দিয়েছে। গত সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৫ সালের নির্বাচিত সিআইপিদের হাতে সিআইপি (রফতানি) কার্ড তুলে দেন। এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিভির সিসি বিজয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

হারুন-উর-রশীদ ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে সিআইপি কার্ড পেয়ে আসছেন। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একাধারে ১৪বার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। একই সঙ্গে তিনি এফবিসিসিআইয়ের ছয়বার পরিচালক ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close