reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮

দিনবদলের প্রত্যয়ে আরইবির অবিরাম পথচলা

দিনবদলের প্রত্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দুর্নীতি ও হয়রানিমুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এ প্রতিষ্ঠানের লক্ষ্য । এ লক্ষ্যে প্রতি বছর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্যাপন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় র‌্যালি, গ্রাহক সমাবেশ, আগত অতিথিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শনের উদ্দেশ্যে বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে। কর্র্মসূচি সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close