reporterঅনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

বিআরটিএর অভিযান জরিমানা আদায়

রাজধানীর ফার্মগেট, মহাখালী, মিরপুর, উত্তরা ও ইকুরিয়া সার্কেলে এবং চট্টগ্রাম নগরে বিআরটিএ‘র ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গত সোমবার এসব অভিযান চালানো হয়।

বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমান উত্তরায় অভিযান চালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমান আদায় ও ৩ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, সায়েদাবাদ এলাকায় ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ৩৯টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় ও ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য এক ড্রাইভারকে কারাদন্ড দেন। মিরপুর সার্কেল ও আশেপাশের এলাকায় ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম ২১টি মামলায় ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে ও ৪ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। এ ছাড়া শাহালী, রুপনগর এলাকায় ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাখাওয়াত হোসেন ২৯টি মামলায় ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। ফার্মগেট এলাকায় ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনিন ৮৬টি মামলায় ১১ হাজার ৩৫০ টাকা ও মহাখালী এলাকায় ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ ১৭টি মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা ও ইকুরিয়া সার্কেল ও আশেপাশে এলাকায় ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. ফিরোজ মাহমুদ ২৬টি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় ও ১ জন দালালকে কারাদন্ড দেন। এদিকে চট্টগ্রাম মহানগর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক মীর ৪৬টি মামলায় ৯৬ হাজার ৪শ টাকা জরিমানা আদায় ও ৮ টি মোটরযান ডাম্পিং স্টেশনে পাঠান। এছাড়া ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত চট্টগ্রাম মহানগরে ৩৫টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায়ও ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য একজন ড্রাইভারকে কারাদন্ড ও ৭টি মোটরযান ডাম্পিং ষ্টেশনে পাঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close