reporterঅনলাইন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

ঘরে ঘরে ডাক বিভাগ পৌঁছে দিবে ‘নগরিয়া’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ঢাউসিক) সদ্য প্রকাশিত নিউজ লেটার ‘নগরিয়া’ নাগরিকদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য ডাক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় গুলশানস্থ নগরভবনে প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তার কাছে আনুষ্ঠানিকভাবে নিউজ লেটারটি হস্তান্তর করেন। ‘নগরিয়া’ হস্তান্তরকালে প্যানেল মেয়র বলেন, নাগরিকসেবা সহজ করতে এই নিউজ লেটারটি প্রকাশ করা হয়েছে। এতে অনেক তথ্য রয়েছে, যেমন হোল্ডিং ট্যাক্স কীভাবে নির্ধারিত হয়, কীভাবে হোল্ডিং ট্যাক্স রেয়াত পাওয়া যায়, সেবা পাওয়ার প্রয়োজনীয় নম্বর ইত্যাদি তথ্য ‘নগরিয়া’র প্রথম সংখ্যায় রয়েছে। আর জনগণের হাতে তথ্য থাকলে সেবা পাওয়া সহজ হবে। প্রতিটি হোল্ডিং নম্বরের ঠিকানায় এক কপি করে ডাকযোগে ‘নগরিয়া’ বিনামূল্যে পাঠানো হচ্ছে। ‘নগরিয়া’ হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ঢাউসিকের সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া, ‘নগরিয়া’র সম্পাদক এ এস এম মামুন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close