reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় কবির ৪২তম প্রয়াণ দিবস

শিশু একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অধ্যাপক ও দেশ বরেণ্য নজরুল গবেষক রফিকুল ইসলাম। তিনি কবির জীবন ও কর্ম ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু একাডেমীর শিশুশিল্পী ও প্রশিক্ষণার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close