চট্টগ্রাম ব্যুরো

  ৩০ আগস্ট, ২০১৮

আগ্রাবাদে কাজের অগ্রগতি পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র

জাইকার অর্থায়নে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চলমান উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি দেখতে গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। গতকাল বুধবার দুপুরে তিনি এ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। আগ্রাবাদ বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত ৫০ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির আওতায় রাস্তার দুই পাশে আর সিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তার মাঝখানে দুই মিটার প্রস্থের মিডিয়ান নির্মাণসহ এলইডি আলোকায়ন ব্যবস্থা থাকবে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০১৯ সালের ১৯ মে-এর মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় তিনটি স্কেভেটর এর মাধ্যমে কাদা-মাটি অপসারণ করে বালি ফিলিং এবং কম্পেকশানের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত এলাকাবাসীর সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বলেন, শিগগিরই এ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। তিনি কাজের গুণগতমান অক্ষুণœ রাখার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের যথাযথ তদারকি করার নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close