নিজস্ব প্রতিবেদক

  ২৮ আগস্ট, ২০১৮

শাহজালালে স্বর্ণসহ একই পরিবারের পাঁচজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮ লাখ ১০ হাজার টাকা সমমূল্যের ১ কেজি ১৬২ গ্রাম স্বর্ণবার ও অলঙ্কারসহ একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গত রোববার ওমানের মাসকাট থেকে তারা ঢাকায় আসেন।

গতকাল সোমবার সিআইআইডির মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ৭টায় মাসকাট থেকে বিএস-৩২২ ফ্লাইটে আসেন একই পরিবারের ওই পাঁচ যাত্রী। আনুষ্ঠানিকতা সেরে গ্রীন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় আচরণ সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। পরে জিজ্ঞাসাবাদের শুরুতে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন তারা। এরপর কাস্টমস হলে নিয়ে তাদের মালামাল ও শরীর তল্লাশি করা হয়। পরে শরীরে লুকানো দুটি ১০ তোলা ওজনের স্বর্ণের বার, মোটা করে বানানো ৫টি কাঁচা স্বর্ণের চেইন ও ছয়টি দন্ড জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। বাজারমূল্য ৫৮ লাখ ১০ হাজার টাকা।

যাত্রীরা ঘোষণা না দিয়ে আনা জব্দ করা এসব স্বর্ণ ঢাকা কাস্টম হাউসে জমা রাখা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close